অভয়নগর প্রতিনিধিঃ যশোরের অভয়নগর থানা এলাকায় অভিযান চালিয়ে শেখ হাসান আলী (৩০) ও আবু হানিফ (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ।
গতকাল ২২ জানুয়ারি (রবিবার) দিবাগত গভীর রাতে উপজেলার ড্রাইভার পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হাসান আলী নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের ড্রাইভার পাড়ার শেখ হায়দার আলীর পুত্র এবং মৃত মনতাজের মেয়ের ঘরের নাতি। আটক অপর আসামি আবু হানিফ ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা উত্তরপাড়ার মোঃ রহিম শেখের পুত্র।
জানা গেছে, রবিবার গভীর রাতে ড্রাইভার পাড়ায় মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মৃত মমতাজের মেয়ে শাহিনার বাড়িতে মাদক (ইয়াবা) বেচাকেনা চলা কালিন অভিযান চালায় অভয়নগর থানা পুলিশ। এসময় ১৫ পিস ইয়াবা সহ হাসান ও আবু হানিফকে আটক করে পুলিশ। জানা গেছে হাসান দীর্ঘদিন পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ওই এলাকায় মাদক বিক্রি করে আসছিল।
অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল আসামিদের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, যাহার মামলা নং ২২ জিআর ২২/২৩ তাং ২৩/১/২০২৩ ইং গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।