মোঃ আতাউর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার মাত্র ২৪ ঘন্টার মাথায় আবারো ঘটলো সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় ৪জন আহত হয়।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া সাইপাড়া নামক স্থানে মাটি টানা ট্রাকে সামনের চাকার বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।
এসময় গাড়ির হেলপার উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের ইয়াসিন খামারুর ছেলে কুদ্দুস আলী সাইদা (৫০), আমিনুল ইসলামের ছেলে বাপ্পি (৩০), আব্দুস সুবহানের ছেলে রনি (৩০) ও গাড়ির চালক নবীনগর গ্রামের বিলাল হোসেনের ছেলে
আরিফুল ইসলাম (৩৫) আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সাময়িক চিকিৎসা শেষে কুদ্দুস আলীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অন্য তিনজন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।