আরিফ শেখ, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ বিভিন্ন সময় চুরি যাওয়া ৪টি মোটরসাইকেল ও চোরাই সিন্ডিকেটের ২ চোরকে গ্রেফতার করে তারাগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় , গতকাল রবিবার দিবাগত রাত ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নির্দেশে এসআই তোহাকুল ইসলাম , তোজাম্মেল ইসলাম , এএসআই সাইফুল ইসলাম, রায়হান সরকার, জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স ইকরচালী ইউনিয়ন পরিষদের সামনের পাকা রাস্তা থেকে চোরাই ৩টি ডিসকভার ও ১টি প্লাটিনা মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করে । এ সময় অজ্ঞাতনামা আরও ৫-৬ জন চোরের সদস্য মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ।
গ্রেফতাররা হলেন , দক্ষিণ দোহাজারী এলাকার গহির উদ্দিন ( খুদি)’র ছেলে মোঃ হাসানুর আলী হাসান (২৫) ও দোহাজারীর কাফিরীয়াটারি গ্রামের হবিবর রহমানের ছেলে আরিফুল ইসলাম (২৩)।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন , আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।