মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়া হাইস্কুল মাঠে কম্বল বিতরণ ও কটিয়াদীতে সদর ভোগপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার বহুতল ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ ও অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় অনুষ্ঠান এবং কটিয়াদী পৌরসভা কদমতলী বাসষ্ট্যান্ডে রাস্তার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার আয়োজনে ভোগপাড়া মাদ্রাসার হলরুমে কটিয়াদীতে সদর ভোগপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
সহকারি শিক্ষক মাসুম পাঠানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র শওকত উসমান,কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার,কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির,উপজেলা যুবলীগের সভাপতি শারফুল কাদের ভিপি মনি,ভোগপাড়া জামে মসজিদের সভাপতি আব্দুর রাশিদ প্রমুখ। স্বাগতিক বক্তব্য রাখেন কটিয়াদীতে সদর ভোগপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন রাজনৈতিকবৃন্দ ,মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মাদ্রাসারশিক্ষক ,অভিভাবক ,ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণ। এর আগে কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার প্রধান নূর মোহাম্মদ এমপিকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।পরে অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষকদের হাতে উপহার তুলে দেন প্রধান অতিথি।