মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির প্রথম সাধারনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাইদ মোঃ ইকবাল এর সভাপতিত্বে এব সাঃ সম্পাদক নিয়াজ মোহাম্মদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান,উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র ও কটিয়াদী কলেজের সাবেক ভিপি ছিদ্দিকুর রহমান ভূইয়া,বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা মঈনুজ্জামাান অপু,কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার,জালালপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুর্শিদ উদ্দিন মাষ্টার, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম ফকির,আচমিতা ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিন,প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি নূরুল আমীন,সিনিয়র সহ সভাপতি সাজিদুল ইসলাম সেলিম,কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, প্রাথমিক শিক্ষক সমিতির সাহিত্য সম্পাদক বিলাল মিয়াসহ প্রাথমিক শিক্ষক সমিতির সকল সদস্যবৃন্দ প্রমুখ। এসময় বিদ্যালয়ের প্রধান,সহকারি শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ,প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের ব্যক্তিবর্গ।
এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।