তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট নগরীর লালবাজার এলাকার একটি হোটেল থেকে শুক্রবার (২০ জানুয়ারি) শাহেদ মোশারফ (৩৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
অদ্য শুক্রবার দুপুর আড়াইটার দিকে সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারে অবস্থিত লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে এই লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপারা গ্রামের আব্দুল করিমের ছেলে শাহেদ মোশারফ (৩৫)।
বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল করিম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে,’শাহেদ মোশারফ (৩৫) লালবাজারে অবস্থিত লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তিনি নগরীরর বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। তিনি যক্ষা রোগী এবং তার কাছ থেকে যক্ষা রোগের চিকিৎসার বিভিন্ন কাগজও পাওয়া গেছে’।
লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শুক্রবার (২০ জানুয়ারি) সকাল থেকে তিনি অসুস্থ ছিলেন। দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ হোটেলের ২৫ নম্বর কক্ষ থেকে লাশ উদ্ধার করে’।
নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল করিম সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে মারা গেছেন মোশারফ। সুরতহাল শেষে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।