মোঃ সুমন মিয়া, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে নারী ও শিশু নির্যাতনে আইনে সাজা প্রাপ্ত আসামি সিরাজ (৩৮) পিতা মৃত আব্দুর রহিম ৮ নং রূপসী ইউনিয়ন থানা ফুলপুর জেলা ময়মনসিংহ ১৪ বছরের সাজা প্রাপ্ত আসামী ১৭ বছর পলাতক থাকার পর অবশেষে ফুলপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞা, পিপিএম স্যারের দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার স্যারের তত্তাবধানে, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মানুনে সহযোগিতায় এস.আই (নিঃ) মোফাখখির উদ্দিন
সঙ্গীয় ফোর্সসহ উক্ত শিরাজকে গত ১৯/০১/২০২৩ তারিখ সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা শহর হতে মৌলভীবাজার জেলার আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ফুলপুর থানার পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে আসামি শিরাজ( ৩৮) কে আটক করে
ফুলপুর থানা সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেট আদালতে কোতোয়ালী থানায় দায়েরকৃত (মামলা নম্বর ১৮, ৮.২০০০ ও জিআর নম্বর ৭০৫/২০০০) মামলায় গত ২০০৬ সালে আদালত রায় ঘোষণা করেন। এ মামলায় আসামি সিরাজকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
জানা যায়, বিভিন্ন সময় জাতীয় পরিচয়পত্রে নাম পরিবর্তন করে দেশের বিভিন্ন জেলায় পালিয়ে বেড়াচ্ছিল।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন তাকে আগামীকাল ২০/০১/২০২৩ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।