মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি,জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা,বাল্যবিবাহ বন্ধকরণ,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ও কোভিড-১৯ এর মোকাবেলা এবং করোনা (কোভিড-১৯) টিকা প্রয়োগের বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কিশোরগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম আজাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন্ সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, কটিয়াদী মডেল থানার ওসি তদন্ত কাজী মাহফুজ হাসান সিদ্দিকীপ্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঈনুর রহমান মনির।
এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের ব্যক্তিবর্গ।
মতবিনিময়সভায় জেলা প্রশাসকের কাছে সমস্যার কথা তুলে ধরেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার ,উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ ওসমান গনি, ইউপির চেয়ারম্যানদের পক্ষে সহস্রাম ধুলদিয়া ইউপির চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ, কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ, মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ,প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাইদ ইকবাল,সাংবাদিকদের পক্ষ থেকে সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, নজরুল একাডেমী কটিয়াদী শাখার সাঃ সম্পাদক সাজিদুল ইসলাম সেলিম, ইমামদের পক্ষে কটিয়াদী মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম মুফতি মোহাম্মদ কামাল উদ্দিন,কটিয়াদী শিল্পকলা একাডেমীর যুগ্ন সাঃ সম্পাদক বদরুল আলম নাঈম,মহিলাদের পক্ষে কটিয়াদী মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,কটিয়াদী সাহিত্য সংসদের সাঃ সম্পাদক দীপা রানী বর্মন।
এর আগে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।