শুভ তংচংগ্যা, বান্দরবান জেলা প্রতিনিধি: পার্বত্য অঞ্চল এখন আর পিছিয়ে পড়া জনপদ নয়। বর্তমান পার্বত্য অঞ্চল এখন বাংলাদেশের একটি সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য আজ সমতলের মতোই পার্বত্য চট্টগ্রামের মানুষ এখন দেশের উন্নয়নে সমানভাবে ভূমিকা রাখেন বলে জানান পার্বত্য চট্টগ্রামে বিষয়ক মন্ত্রী জনাব বীর বাহাদুর এমপি। চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এডিসি বাস্তবায়নে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
উক্ত সভায় তিন পার্বত্য জেলায় ০৩টি কোল্ড স্টোরেজ নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কার্যক্রম, পার্বত্য চট্টগ্রাম এলাকায় মিশ্র ফল চাষ এবং মসলা চাষ প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বৃদ্ধি ও কৃষকদের দারিদ্র্য বিমোচন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে আলোচনা হয়।
সভার সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম। আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য তিন জেলা পরিষদ ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান অত্যন্ত সুন্দর, সফল ও আকর্ষণীয়ভাবে মেলার কাজ সম্পন্ন করেছেন।