আমির আলী অভয়নগর (যশোর): যশোরের অভয়নগরে কৃষকরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে। সাধারণত চাকরিজীবীদের সাপ্তাহিক মাসিক বাৎসরিক ছুটি থাকলেও কৃষকদের কোন ছুটি থাকেনা। তারা দেশের খাদ্য চাহিদা পুরণে প্রতিনিয়ত ফসলের ক্ষেতে ঘাম ঝরান।
একটার পর একটা কৃষি কাজ লেগে থাকে তাদের। আমন ধান কাটার পর শুরু হয় শাক সবজি গম, সরিষা ও ভূট্টাসহ নানা ধরনের চাষাবাদ। তারপর তা শেষ হতেনা হতে আবার শুরু হয়ে যায় বোরো ধান রোপনের উপযোগী সময়। তাইতো এখন বোরো ধান রোপনের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অভয়নগরের ধান চাষীরা। ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরোর জমি তৈরি ও ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন তারা। কেউবা জমিতে হালচাষ দিচ্ছেন, কেউবা ধানের চারা রোপন করছেন আবার যারা আগাম চারা রোপন করেছেন তারা সেই জমিতে সেচ দিচ্ছেন।
অভয়নগর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, ১৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে, যা গত বছরের তুলনায় ২ হাজার ২০০ হেক্টর বেশি। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৯ হাজার ৯০০ মেট্রিকটন। ধানের মুল্য বেশি ও ভবদহ জলাবদ্ধতা না থাকায় উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে। সূত্র জানায়, গত বোরো মৌসুমের শেষ সময়ে দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি হয় ফসলের। সেই সাথে বাজারে ধানের ভালো দাম না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় চাষিরা। তবে এবার সকল হতাশা কাটিয়ে আবারও বুকভরা আশা নিয়ে মাঠে নেমেছেন এ অঞ্চলের কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী বলেন, এ বছর আবহাওয়া অনুকুলে থাকলে বোরো ধানের বাম্পার ফলন হবে। তাছাড়া কৃষি অফিস থেকে নিয়মিত কৃষকদের পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে।