জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনীর সোনাগাজীতে প্রান্তিক গ্রামীন জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে শীতল পাটি বুনন ও বাজারজাত করণ বিষয়ক প্রশিক্ষণ গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আয়োজনে এবং মহিলা ও শিশু উন্নয়ন বিষয়ক উপজেলা কমিটির ব্যাবস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার।
সভায় বক্তাগন বলেন, যান্ত্রিক প্রযুক্তির এই যুগে এসে বাংলার আবহমান গ্রামীন সংস্কৃতির অনবদ্য অংশ শীতল পাটি সহ হাতে বুনন কৃত কারু শিল্প গুলো পিচিয়ে পড়েছে, কিন্তু এগুলোর চাহিদা কমেনি, শহুরে অভিজাত শ্রেণীর লোকজন হাতেবোনা গ্রামীন কারুককার্যের এসব সামগ্রী উচ্চ মূল্যে ক্রয় করে থাকেন এবং স্বচ্ছন্দের সাথে ব্যবহার করেন।
এমত অবস্থায় গ্রামের কর্মহীন মহিলারা অবসর সময়ে শীতল পাটি বুনতে পারলে তারা আর্থিক ভাবে লাভবান হবেন।