জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনীতে ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আব্দুর রহিম শিহাব (৩৯), জাহিদুল ইসলাম সারওয়ার (৪৬) ও মো. হুমায়ুন কবির (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফেনী শহরের হাসপাতাল মোড়ে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি করে৷ এ সময় ছাগলনাইয়া থেকে ফেনীর দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী বেশে তিনজনের পকেট থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তারা হলেন, নোয়াখালীর বসুরহাট পৌরসভার চর হাজারী গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রহিম শিহাব, একই পৌরসভার বড় রাজাপুর গ্রামের মাজহারুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম সারওয়ার ও দাগনভুইয়া উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামে নুরুল হকের ছেলে মো. হুমায়ুন কবির। এ ঘটনায় নাম্বারবিহীন একটি সিএনজি জব্দ করা হয়। পরে তিন মাদককারবারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান বলেন, ফেনসিডিলসহ গ্রেফতার মাদক সম্রাট শিহাবের বিরুদ্ধে ফেনী ও নোয়াখালীতে ৫ ও সারওয়ারের নামে ২টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতার ৩ মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে।