আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ইভেন্টে বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এ প্রতিযোগিতা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এথলেটিক্স, বেডমিন্টন, ভলিবল ও ক্রিকেট খেলায় উপজেলার প্রায় ৩০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। পুরস্কার বিতরণ পুর্ব আলোচনায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ও সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক কে এম মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ, প্রধান শিক্ষক চন্দন দাস রাখাল, বাসন্তী রানী সাহা, এ কে এম ফললুল হক, এয়াকুল আলী নওয়াব, পল্টন হাজং প্রমুখ।