মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রামীন ব্যাংকের উদ্যোগে সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় গ্রামীন ব্যাংকের কটিয়াদী শাখার কার্যালয়ে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী এরিয়া ম্যানেজার মোঃ বখতিয়ার রহমান।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক কটিয়াদী শাখার ম্যানেজার মোঃ শামীম মিয়া, গ্রামীন ব্যাংক কটিয়াদী শাখার সেকেন্ড ম্যানেজার আবুল কাশেম গ্রামীন ব্যাংক কটিয়াদী শাখার সকল সদস্যবৃন্দ।
গ্রামীন ব্যাংক কটিয়াদী শাখার ম্যানেজার জানান,আজ আনোয়ার(৬৫),সাহেবরা(৭০) ও লিপি (৬০) তিনজন গ্রামীন ব্যাংক সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
উল্লেখ্য ১০শে জানুয়ারী ১ম ধাপে দড়ি চড়িয়াকোনা গ্রামের আনোয়ারা(৭০),ঝাকালিয়া গ্রামের সখিনা (১০০), দড়িচড়িয়াকোনা গ্রামের লুসিয়া(৮০),একই গ্রামের খুদেজাসহ চারজন সংগ্রামী সদস্যের হাতে কম্বল তুলে দেওয়া হয়।পর্যায়ক্রেম পুরো শীত মৌসুমে আরও কম্বল বিতরন করা হবে।