আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্মিত ভবণের উন্নয়ন কাজে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের সংগঠন “কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত” আর্থিক অনুদান প্রদান করেছে।
সোমবার (১৬ জানুয়ারী) বিকাল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।
কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল করিম,সভাপতি রুজেল তরফদার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুমন ।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও প্রধান উপদেষ্টা লুৎফুর রহমানের ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ হাজার টাকাসহ এক লক্ষ টাকা এবং ভানুগাছ বাজারের প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ আলী ১০ হাজার টাকা প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে নগদ প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম, এ,ওয়াহিদ রুলু, সহ সভাপতি প্রণীত রঞ্জণ দেবনাথ, শাব্বির এলাহী,কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ প্রমুখ।