দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল-আজাদ (৭২) আর নেই।
রোববার দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে,নাতিনাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার,কেন্দ্রীয় আ’লীগের কার্যনিবাহী সদস্য রেমন্ড আরেং,উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামিলীগ ও তার অঙ্গসংগঠন,দুর্গাপুর প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
পরে সোমবার ৩টার দিকে এই বর্ষীয়ান নেতার নিজ গ্রামের বাড়ি বাকলজোড়া ইউনিয়নের বালিচান্দা গ্রামে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে বিশাল জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।