মোঃ মামুন হোসাইন, চরফ্যাশন(ভোলা): বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন বিষয়ক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় চরফ্যাশন উপজেলা জামিয়াতুল মোদার্রেছীন ভবন সংলগ্ন (চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা) মাঠে এসভা অনুষ্ঠিত হয়।
সভায় চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সভাপতি অধ্যক্ষ হুমায়ুন সরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাংগঠনিক সম্পাদক, ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য,ভবানীপুর ইসলামীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন সহকারি পরিচালক মো.জিয়াউর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবঃ খালেক,সম্পাদক মাওলানা মোবাশ্বেরুল হক নাঈম প্রমুখ।
উপজেলা জামিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো:কামরুজ্জামান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবী তুলে ধরেন। দাবীগুলো হচ্ছে এমপিওনভুক্ত শিক্ষকদের এমপি ও তালিকায় জন্ম তারিখ, নাম, পদবীসহ যাবতীয় ভুল সংশোধনে অনলাইন ভিত্তিক করা। শিক্ষক কর্মচারী নিয়োগে ডিজির প্রতিনিধি প্রাপ্ততে সনাতন পদ্ধতির পরিবর্তে সহজে প্রতিনিধি প্রাপ্তি নিশ্চিত করা ইত্যাদি।
আরও বক্তব্য রাখেন উত্তর মাদ্রাজ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আইয়ুব আলী, দক্ষিণ মাদ্রাজ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও সাবেক আসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম আসলামী,কুচিয়ামোড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার বাংলা প্রভাষক মামুন আলম প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন মাদরাসার শতশত শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবির পক্ষে বক্তব্য রাখেন বিভিন্ন মাদরাসার শিক্ষকগণ।
পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ কর্তৃক উপজেলার বিভিন্ন মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে উপজেলা জমিয়তের পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করা হয়।