দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে এক বাড়িতে বসত ঘরের দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে গোয়াল ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার গাঁওকান্দিয়া বাজার এলাকার খালেক মিয়ার গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী খালেক মিয়া পেশায় মিষ্টি ব্যবসায়ী।

খালেক মিয়ার ছোট ভাই মালেক মিয়া বলেন, পুড়ে যাওয়া ঘরটি ছিলো বড় ভাই খালেক মিয়ার। সে এখন পাশেই অন্যএকটি স্থানে বাড়ি বানিয়ে সেখানে পরিবার নিয়ে বসবাস করছে এই পুড়নো বাড়িতে আমরা দুই ভাই বসবাস করি।
আমরা যার যার কাজে বাহিরে ছিলাম বাড়িতে শুধু তিনজন মহিলা ছিলো। হঠাৎ আমাদের ঘরের সামনের গোয়াল ঘরে আগুন দেখতে পাই পাশের বাড়ির প্রতিবেশী একজন। তার চিৎকারে ঘরের ভিতরে থাকা মহিলারা দরজা খুলে বের হতে চাইলেও দরজা খুলতে পারে নি। বাইরে থেকে ঘরের দরজা আটকানো ছিল। পরে তারা চিৎকার করলে চিৎকার শুনে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে বের হয়। এরপর এলাকাবাসীর সকলের সহযোগিতায় অনেক চেষ্টায় তাড়াতাড়ি আগুন নিবাতে পারি। কে বা কাহারা আমাদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে এ আগুন লাগিয়েছে। এ ঘটনার পর আমরা দুর্গাপুর থানায় একটি জিডি করেছি।

প্রতিবেশী রিদয় জানান, হঠাৎ দেখি ওদের ঘরে আগুন জ্বলছে। সবাই চিল্লিয়ে বলতে থাকে যে ঘরে একটা গরু আছে সেইটাকে বাঁচাও তখন গিয়ে আমরা ২জন ছিলাম আমরা গরুটা বের করি ততক্ষণে গরুর শরীরের বেশির ভাগই পুড়ে গিয়েছে। অন্যদিকে এলাকাবাসীর প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ইউপি সদস্য ইসমাইল মিয়া বলেন,খবর পাওয়া মাত্রই গিয়েছিলাম। ঘরটি পুড়ে গেছে ও ১টি গরু শরীর পুড়ে আহত হয়েছে। এলাকাবাসীর চেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনায় আগুন চারপাশে ছড়াতে পারেনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version