দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে হাওর রত্ন সাজ্জাদুল হাসান এর ৬২ তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার ( ১১ জানুয়ারী) সন্ধায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটা ও উনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়
সাজ্জাদুল হাসান নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় ১১ জানুয়ারী ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন ।তার পিতা আখলাকুল হোসেন আহমেদ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। মাতার নাম বেগম হোসনে আরা হোসাইন। তার ভাই বিচারপতি ওবায়দুল হাসান বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। তিনি মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং ঢাকা কলেজ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার (শামীম), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল শহীদ, যুবলীগের সহ-সভাপতি দেওয়ান আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত হাসান( তূর্য ), নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেওয়ান রানা, মদন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিমেল আহম্মেদ, মদন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মনির, মদন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবির, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাকির, কলেজ ছাত্রলীগের সদস্য প্রিয়ম সহ অন্যান্য নেতাকর্মীরা।