তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে দুই জন সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাভুক্ত তিন(০৩) আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) মধ্যরাতে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার-দলের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ২৫৫/১৭ (শ্রীমঙ্গল) এর ১বছর ১মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী ১। মোঃ সৈয়দ মিয়াকে গ্রেপ্তার করেন।
অপর আরেক অভিযানে এএসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও দলের সহায়তায় একই মামলার ১বছর ১মাসের সশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত পলাতক আসামী ২। মোঃ কয়েছ মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অন্য এক অভিযানে এসআই মোঃ আলা উদ্দিন সঙ্গীয় থানা পুলিশের দলের সহায়তায় অভিযান পরিচালনা করে সিআর-১৯৭/২০ (শ্রীমঙ্গল) এর আসামী ৩। আব্দুল হেকিমকে গ্রেপ্তার করেন।
আজ বুধবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
এর সত্যতা নিশ্চিতে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আসামিদ্বয়ের বিরুদ্ধে গ্ৰেফতারী পরোয়ানা ছিল তাদেরকে গ্ৰেফতার করে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন।