মশিউর রহমান, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে দুইটি সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
আজ ১১ জানুয়ারি ( বুধবার) সকালে বাউসী বাঙ্গালী হাই স্কুল এন্ড কলেজ এবং দুপুরে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ে এ দু’টি সততা স্টোর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ-পরিচালক মলয় কুমার সাহা। অনুষ্ঠানে দুদকের পক্ষ থেকে সততা সংঘের দুইটি কমিটির ২২জন সদস্যকে পুরস্কার দেওয়া হয়।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু করা হয়। আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন সরিষাবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বাহাদুর আলী। এসময় আরও উপস্থিত ছিলেন বাউসী বাঙ্গালী হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোজাম্মেল হক, সাতপোয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালর পরিচালনা কমিটির সভাপতি মোঃ আতিকুর রহমান বাবলু, প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, সহকারি প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবুল হোসেন সরকার, সদস্য মোঃ আবুল হোসেন, ডাঃ রফিকুল ইসলাম, বাদশা ভূঁইয়া, আইরিন আক্তার লাকী প্রমুখ। অনুষ্ঠানে স্বস্ফূর্তভাবে শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থী অংশগ্রহন করেন।