দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আমির আলী অভয়নগর যশোর: যশোর অভয়নগরে ৪নং পায়রা ইউনিয়নের দামোখালি গ্রামে সুব্রত মন্ডল (৪০) পিতা অনাদি মন্ডল নামে একজন ঘের ব্যবসায়ী আজ সকলে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে ।

সুব্রত মন্ডল আজ সকাল ৮:০০ সময় প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে চা পান ও আড্ডার জন্য মোড়ে চায়ের দোকানের উদ্দেশ্য রওনা দেয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সন্ত্রাসী দুইজন মোটরসাইকেল যোগে অবস্থান করে এবং সুব্রত মন্ডল আসার পরে তাকে রাস্তার পাশে ডেকে পিস্তল দিয়ে প্রথমে মাথায় পরে বুকে মাজায় এবং পিঠে গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করে । প্রত্যক্ষদর্শীরা গুলির শব্দে ছুটে পালিয়ে যায় দোকানে দোকানদারকে বাইরে বেরোতে নিষেধ করে এবং হুমকি দেয় বাইরে বের হলে তোকেও গুলি করে মেরে ফেলবো এরপর মোটরসাইকেল যোগে জামিরা বাজারের দিকে চলে যায়।

থানা সূত্রে জানা যায় পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন সুব্রত মন্ডল কে মৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এবং চারপাশে অনেক লোক জমা হয়ে থাকে পরবর্তীতে পোস্টমটামের জন্য সুব্রত মন্ডলকে নিয়ে যাওয়া হয়। অভয়নগর থানার অফিসার ইনচার্জ বলেন উক্ত ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আমরা খুনের সাথে জড়িত সন্ত্রাসীদের কে গ্রেফতার করার জন্য চেষ্টা করছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version