স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আজ ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে যশোরের প্রাণকেন্দ্র দড়া টানা ভৈরব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর আসনের সাংসদ শাহীন চাকলাদার বলেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সংগ্রামী জীবন থেকে শিক্ষা গ্রহন করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। সেই সাথে দলমত নির্বিশেষে সকলকে এক হয়ে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।