দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মনু নদীর সেচ প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার প্রায় পনেরো গ্রামের কৃষক পানির অভাবে বোরো চাষের আবাদে চরম রকমের বাঁধা। এতে কৃষি নিয়ে চরম অনিশ্চয়তায় হয়ে পড়েছেন তারা।

গত রোববার (৮ জানুয়ারি) সকালে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে সেচ খালে পানি সরবরাহের দাবিতে স্মারকলিপি প্রদান করেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি নেতৃবৃন্দ।
তাদের দাবি কৃষি আবাদের সময় দ্রুত চলে যাচ্ছে, হালি চারারও বয়স বাড়ছে। কিন্তু এখন পর্যন্ত সেচের জন্য খালে পানি সরবরাহ হচ্ছে না। চাষাবাদের ভরা মৌসুমেও পানি না পাওয়াতে কৃষকরা দুশ্চিন্তায় আছেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, জেলা সদস্য খচরু চৌধুরী, সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রাজন আহমদ, জেলা সদস্য বিশ্বজিৎ নন্দীসহ এলাকার ২০-২৫ জন কৃষক।

হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদর উপজেলার সাধারণ সম্পাদক রাজন আহমদ বলেন, এখন প্রতিটি দিনই কৃষকের জন্য গুরুত্বপূর্ণ। হালি চারার বয়স বাড়ার কারণে ফসলের পরিমাণ কমে যাবে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তাই কৃষকের স্বার্থে বোরো চাষ নিশ্চিত করতে দ্রুত পানি সরবরাহের কোনো বিকল্প নেই।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, প্রকল্পের সেচ খালগুলোতে পানি প্রবাহে কিছু প্রতিবন্ধকতা আছে। আমরা সেগুলো অপসারণে টিম নিয়ে কাজ করছি। আমি প্রতিদিনই একাধিকবার সাইটগুলো পরিদর্শন করছি। আশা করি এক সপ্তাহের ভেতরে আমরা পুরোপুরি পানি সরবরাহ করতে পারব। এতে করে পানির জন্য চাষাবাদে সমস্যার অবসান ঘটবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version