জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের বাগের পুকুর পাড়ে অটোরিকশা চালককে কুপিয়ে টাকা ও অটোরিকশা ছিনতাইয়ের একদিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মূত্যু বরন করেছে।
সংশিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি বিকালে বিকাশে ছেলের পাঠানো টাকা উঠাতে খাইয়ারা বাজারে রকমারি বিকাশের দোকানে যায় লেমুয়া ইউনিয়নের সুভলপুর গ্রামের নুরল হকের ছেলে অটোরিকশা চালক আবুল হোসেন প্রকাশ কালা মিয়া (৫১) টাকা তোলার পর নিজের অটোরিকশা নিয়ে বাজারে অবস্থান করছিল আবুল হোসেন। বিকাশে টাকা তুলতে দেখে অজ্ঞাতনামা দূবৃত্তরা আবুল হোসেন কে লক্ষ্য করে যাত্রী বেসে অনুমান সন্ধা ৭ টার পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বোগদাদিয়া পুলিশ পাড়ির একশত গজ পিছনে রাস্তায় বাগের পুকুর নামক স্থানে আবুল হোসেন কে পিছন দিক থেকে ইট দিয়ে মাথায় আঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে বিকাশে উঠানো টাকা সহ সাথে থাকা টাকা ও অটোরিকশা নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। স্থানীয় পথচারীরা তাকে দেখতে পেয়ে সাথে থাকা মোবাইলে নাম্বার থেকে তার বাড়ীতে খবর দিলে আবুল হোসেন কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন আবস্থায় একদিন পর শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজে মূত্যু বরণ করে আবুল হোসেন। গতকাল পোষ্ট মোটাম শেষে লাশ বাড়ীতে এলে দাপন করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই ইকবাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে ফেনী মড়েল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। নিহত আবুল হোসেন ৩ ছেলে ১ মেয়ের জনক পারিবারের উপাজনক্ষম ব্যাক্তিকে হারিয়ে দিশেহারা।
ফেনী মড়েল থানার ওসি নিজাম উদ্দিন জানান অটোরিকশা চালককে কুপিয়ে টাকা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত আসামীর নামে নিহতের ছোট ভাই ইকবাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।