আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার উপ-নিবার্চনে এই প্রথম ইভিএমে ভোট গ্রহনকে কেন্দ্র করে দুর্গাপুর পৌর এলাকায় চলছে সাধারণ ভোটারদের নিয়ে
প্রশিক্ষণ।
সোমবার থেকে দু‘দিন ব্যাপি উপজেলা নিবার্চন কার্যালয়ের আয়োজনে পৌরসভার বিভিন্ন এলাকায় এ প্রশিক্ষণ শুরু হয়।
আগামী ১২ জানুয়ারী সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে পৌরসভার ৯টি ভোটকেন্দ্রে ভোটের আয়োজন করা হয়েছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন। এতে পুরুষ ১০,০৬৬ ও মহিলা ভোটার সংখ্য ১০,৭১৫ জন এবং মেয়র পদে ৩জন প্রাথর্ী নিবার্চনে প্রতিদ্বন্দিতা করছেন। গত ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মারা গেলে আগামী ১২ জানুয়ারি এ শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ইভিএমের মাধ্যমে ভোট প্রদানে উৎসাহ এবং প্রশিক্ষণ দিতে গত কয়েকদিন ধরে প্রচার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ভোটারদের প্রশিক্ষণ দিতেই
অনুশীলনমূলক ভোট দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এই অনুশীলনের মাধ্যমে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গে পরিচয় করে দেয়া সহ কীভাবে ইভিএমে ভোট দেয়া যায়, তা শিখিয়ে দেয়া হবে।
এ বিষয়ে সরকারি রিটার্নিং অফিসার তপন চন্দ্র শীল বলেন, ভোটারদের সচেতন ও ইভিএমে অভ্যস্ত করতে অনুশীলন ভোটিংয়ের আয়োজন করা হয়েছে। আগামী ১২ জানুয়ারী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে সকল
কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।