শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গ্রামীণ ব্যাংক অফিসের উদ্যোগে নান্দাইল (কাজী বাড়ি) শাখা সহ বিভিন্ন ব্রাঞ্চের সংগ্রামী সদস্যদের ভিক্ষুকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। (৮ জানুয়ারি )রবিবার বিকেল ৪ ঘটিকার সময় কম্বল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক নান্দাইল এরিয়া ম্যানেজার মোঃ আবদুল্লাহ আল মামুন।
এ ছাড়াও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্হাপক, মোঃ মাহাবুবুর রহমান খাঁন এবং শাখার সকল সহকর্মীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আবদুল্লাহ আল মামুন বলেন গ্রামীন ব্যাংক একটি নোবেল বিজয়ী প্রতিস্ঠান শুধু তাই না গ্রাম বাংলার দুঃস্হ এবং অসহায় গরীব মানুষদের মাঝে ঋন প্রদানের মাধ্যমে সেবা দিয়ে থাকি,এখানেই শেষ নয় গত
দুই বছর করোনার মধ্যেও বিভিন্ন ত্রাণ সামগ্রী সদস্যদের মাঝে বিনা মূল্যে বিতরন করা হয়েছে । প্রতি বছর এই শীতে গ্রামীন ব্যাংক শীতার্ত দুস্থ ও অসহায় সদস্যদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করে আসছে এবং তারই ধারাবাহিকতায় এই বছর আবারো নতুন করে এই কম্বল বিতরণ কার্যএম শুরু করা হয়েছে ভবিষ্যতে এই কার্যক্রম চলমান থাকবে। আজ থেকে নান্দাইল এরিয়া অফিসের সার্বিক তত্বাবধানে অএ এরিয়ার আওতাধীন ১২ টি শাখা অফিসের মাধ্যমে শীতার্ত দুস্থ এবং অসহায় সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হবে।
সাংবাদিকের প্রশ্নে অসহায় জমিলা খাতুন বলেন আমি মানুষের ধারে ধারে ঘুরে কিছু টাকা পাই সে দিয়ে পুলাপাইন নিয়া ভাত খেতে পারি না তাহলে কম্বল কিনবো কি ভাবে ইবার যে শিত পড়েছে কিস্তি দেয় যে কিতা ব্যাংক ও মনে পরছে গ্ৰেরামিন ব্যাংক আমারে একটা কম্বল দিছে এতে আমি অনেক খুশি। শুধু জমিলা নয় এই প্রচন্ড শীতের মাঝে কম্বল পেয়ে সদস্যরা খুব খুশি।