শেখ জহিরুল ইসলাম নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর ইউনিয়নের পাশে দিয়ে বয়ে গেছে বৌলা নদের একটি শাখা। এ নদের উপারে নান্দাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভাটি পাঁচানী গ্রাম। নদের এ শাখার উপর কালভার্ট না থাকায় গ্রামটির হাজার হাজার মানুষ ভোগান্তিতে রয়েছেন। উপার থেকে এপারে আসতে যেখানে সময় লাগার কথা ৫ থেকে ১০ মিনিট, সেখানে সময় লাগছে প্রায় ৩০ মিনিটের বেশি। শুধু ভাটি পাঁচানী নয় এ নদের কারণে বিচ্ছিন্ন রয়েছে কয়েক হাজার ছাত্র ছাত্রীরা সহ ঐ গ্রামের প্রায় ৪ হাজার মানুষ প্রতিদিন বিকল্প পথ বেছে নিতে হয়।
জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে ২০০৮ সালে নান্দাইল ইউনিয়নের চেয়ারম্যানের উদ্যোগে নদের উপর একটি কালভার্ট হয়েছিল। এই কালভার্টি উপর দিয়েই চলাচল করছেন প্রায় ৪ হাজার মানুষ সহ স্কুলের ছাত্র ছাত্রীরা।
জানা যায়,৫ থেকে ৬ বছর আগে বৌলা নদ খনন কাজ করার জন্য ভেকু নিয়ে যাওয়ার সময় ওই কালভার্টটি ভেঙ্গে যায় এর পর থেকে ভাটি পাঁচানী গ্ৰামের হাজারো মানুষ ও স্কুলের ছাত্র-ছাত্রীদের চরম ভোগান্তির শিকার হচ্ছে।
জনগণের ভোগান্তির কথা স্বীকার করেন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাবুল মিয়া এ বিষয়ে ৩ নং নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন কাজল বলেন, ইউনিয়ন পরিষদের বাজেট কম থাকায় এই কালভার্টি করা হচ্ছে না।পরবর্তীতে বাজেট আসলে করে দিব বলে আশ্বস্ত করলেন চেয়ারম্যান মোশারফ হোসেন কাজল।