মোঃ সুমন মিয়া, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নগরীর কাচিঝুলি এলাকার প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এম ২৮ ব্যাচের চিকিৎসকদের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় এম ২৮ ব্যাচের অধ্যাপক ডাক্তার এ এস এম রুহুল কুদ্দুস, ডাক্তার শফিকুল বারী তুহিন, প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েল, নির্বাহী পরিচালক শেফালী আক্তারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেশ কয়েক বছর ধরে এমন ২৮ ব্যাচের চিকিৎসকরা অসহায় দুস্থদের মাঝে কম্বলসহ নানা সহায়তা প্রদান করে আসছেন।