তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ১৬ বোতল ফেন্সিডিল সহ খায়রুল মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (৬ জানুয়ারি) রাতে কুলাউড়া থানার এসআই আমির উদ্দিন, এএসআই রোমান মিয়াসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাও গ্রামের পাইকপাড়া টু নছিরগঞ্জ রোডের জনৈক সফরু লন্ডনীর বাড়ির সামনে থেকে খায়রুল’কে আটক করতে সক্ষম হন।
আটককৃতের কাছ থেকে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত খায়রুল কুলাউড়া উপজেলার মানগাও গ্রামের মৃত আঃ খালিকের ছেলে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে শনিবার (৭ জানুয়ারী) বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে।