মোঃ আতাউর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার চরবকজুড়ি গ্রামে পাটকাটা শ্রমিক হিসেবে এলাকায় এসে ডাকাতির ঘটনার পাঁচ মাস পর ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- বাগেরহাটের কচুয়া থানার গজালিয়া গ্রামের আহমাদ শেখের ছেলে ফেরদাউস শেখ (৩৫), একই জেলার খানপুর গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে জিয়া হাওলাদার (৪০) ও নড়াইলের লোহাগড়া থানার চর লঙ্কারচর গ্রামের জলিল গাজীর ছেলে বাহার গাজী (২৩)
অতিরিক্ত পুলিশ সুপার মো. দোলন মিয়া জানান, লোহাগড়া থানার চর বগজুড়ী গ্রামে পাটকাটা শ্রমিক হিসেবে গ্রামে প্রবেশ করে ডাকাত দলের দুই সদস্য জিয়া হালদার ও ফেরেদৌস শেখ। পার্শ্ববর্তী চরবকজুড়ি গ্রামের জলিল গাজীর ছেলে বাহার গাজীর সহযোগিতায় চরবকজুড়ি গ্রামের নাহিদ আলমের বাড়ির সম্পর্কে খোঁজ খবর নিয়ে গত বছরের ৫ আগস্ট রাতে জানালা দিয়ে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। রাতের খাবার খাওয়ার পর পরিবারের সকল সদস্য অচেতন হয়ে গেলে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতি করে ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
এঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়েরের পর পুলিশ দীর্ঘদিন ধরে অনুসন্ধান করে গত বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে উক্ত আদালত প্রোয়জনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন।