তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ৮টি ইটভাটাকে পরিবেশগত ছাড়পত্র/নবায়নের শর্ত ভঙ্গ করে ইটভাটা পরিচালনার দায়ে গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ধারা-৭ এর আলোকে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় এর পরিচালক মোহাম্মদ এমরান হোসেন কর্তৃক নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহকে ক্ষতিপূরণ আরোপসহ জরিমানা আদায় করা হয়।
পরিবেশগত ছাড়পত্র/নবায়নের শর্ত ভঙ্গের কারণে আরোপিত ক্ষতিপূরণভূক্ত প্রতিষ্ঠানগুলো মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা চা-বাগানে অবস্থিত মেসার্স রূপসী ব্রিক্স,সাং: মুবারকপুর;-৫০ হাজার টাকা জরিমানা, মেসার্স তিতাস ব্রিক্স,গ্রাম:গাজীপুর, কুলাউড়া, মৌলভীবাজার ৫০ হাজার টাকা, মেসার্স শাপলা ব্রিক ফিল্ড, গ্রাম:দক্ষিণ ভোয়াই, পোস্ট:রংগীরকুল, কুলাউড়া,মৌলভীবাজার ৫০ হাজার টাকা, মেসার্স কলিম উল্লাহ ব্রিক্স,লহরাজপুর, কুলাউড়া, মৌলভীবাজার ৫০ হাজার টাকা, মেসার্স রাজ ব্রিক্স,সাং-পৃথিমপাশা,পো: কর্মধা, উপজেলা-কুলাউড়া, মৌলভীবাজার ৫০ হাজার টাকা, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়ন পরিষদের বাড়ইগাঁও গ্রামের মেসার্স উস্তোয়ার ব্রিকস লিমিটেড’কে ৫০ হাজার টাকা, কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের কটারকোনার মেসার্স মনু ব্রিকস’কে
৫০ হাজার টাকা, মেঘনা ব্রিকস (এমআর ব্রিক কোং লি), গ্রাম: বেলাগাঁও, পোস্ট:কুলাউড়া, মৌলভীবাজার ৫০ হাজার টাকা।
বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর,সিলেট বিভাগীয় কার্যালয় এর নির্দেশে মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম স্বাক্ষরিত ৮টি ব্রিকস ফিল্ডকে পরিবেশগত ছাড়পত্র/নবায়নের শর্ত ভঙ্গের অপরাধে সর্বমোট চার (৪) লক্ষ টাকা জরিমানা করা হয়।