মোঃ আতাউর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার দৈনিক সমকাল প্রতিনিধি নাজমুল হাসানের ওপর হামলাকারী সন্রাসী বাহিনীকে দ্রুত গ্রেপ্তার এবং গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সাকিবের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে লালপুর উপজেলার সাংবাদিকগণ।
শুক্রবার ( ৬ই জানুয়ারী)সকাল ১১টার সময় লালপুর ত্রিমোহনী চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের নাটোর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, প্রথম আলোর জেলা প্রতিনিধি এ্যাড. মুক্তার হোসেন, সাংবাদিক একে আজাদ সেন্টু, সাংবাদিক শাহ আলম সেলিম, নাটোর জেলা সাংবাদিক সংস্থার সভাপতি সালাহ উদ্দিন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক জামিলুর রহমান প্রমুখ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ইমাম হাসান মুক্তি সহ লালপুর উপজেলায় কর্মরত সাংবাদিকগণ।
মানববন্ধনে বক্তারা উক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারী সন্রাসী বাহিনীকে দ্রুত গ্রেপ্তার ও গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সাকিবের অপসারণের দাবি জানানো হয়।