শুভ তংচংগ্যা, বান্দরবান জেলা প্রতিনিধি: একদিন পরই শনিবার পার্বত্য চট্টগ্রামে বিষয়ক মন্ত্রী জনাব, বীর বাহাদুর ( উশৈসিং) এমপি যাচ্ছে থানচি উপজেলায়। বেশ কয়েক দিন আগে থেকে মাইকিং চলছে শহরের মোড়ে মোড়ে। ব্যানার-ফেস্টুন ও আলোকসজ্জায় ছেয়ে গেছে পুরো সড়ক বিভাজক থেকে শুরু করে সড়কের পাশের পুরোনো দেয়াল– সব কিছু ঘষামাজা করে পরিষ্কার করা হয়েছে।
সেদিন উপজেলা প্রশাসনের আয়োজনের স্থানীয় মাল্টি পারপাস (অডিটরিয়ান হল) হলে রাজনৈতিক, সামাজিক, সুশিল সমাজ, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারী ও সাধারন জনসাধারনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্য রাখবেন।
থানচি পৌছে হত দরিদ্র, অসহায় শীতার্থ পরিবারের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন, কৃষকদের মাঝে কৃষি উপকরন, কর্মসংস্থা লক্ষ্যে নারীদের সেলাই মেসিন বিতরনসহ জনগনের সাথে মত বিনিময় সভা প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। মন্ত্রীর সফরের নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর।