ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নে প্রায় ২০০ জন শীতার্ত জনসাধারণকে শীতবস্ত্র (কম্বল) উপহার দিয়েছেন সারাংপুর গ্রামের সাহেব বাড়ির সন্তান টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকাস্থ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আছাব মাহমুদ।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে কাজী মৌ. মো মোকাদ্দাস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক মতবিনিময় সভা অনুষ্ঠানের মাধ্যমে এ কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর উপজেলা শাখার উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদ বলেন, নাগরপুরে শীতের তীব্রতা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। মানুষের শীতের কষ্ট লাঘবে আমার পরিবারের পক্ষ থেকে এই শীতবস্ত্র কম্বল উপহার দেওয়া হয়েছে। দরিদ্র মানুষের প্রয়োজনে আমি সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো,ইনশাআল্লাহ।
এ সময় নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হাসান তপন, সম্মানিত সদস্য মোঃ আবুল কাসেম মিয়া, সহবতপুর ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো: উজ্জ্বল সরকার সহ অন্যান্য ইউনিয়ন আ. লীগ নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।