তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতদের আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে পুলিশ।
এর আগে বুধবার রাতে উপজেলার মনসুরনগর ইউপির তারাচুং গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই জুয়ারীদের আটক করে।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউপির তারাচুং গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে জুয়া খেলার আসর বসে। বুধবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজনগর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ পুলিশ ৬ জুয়ারীকে আটক করে। এ সময় বাড়ির মালিক টের পেয়ে আব্দুল কাদির পালিয়ে যায়।
পুলিশের অভিযানে আটককৃতরা হল- উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিচইনকীর্তি গ্রামের মো. রামিম মিয়া (২৮), মোস্তাাক আহমেদ (৫০), হোসাইন আহমেদ (৩৫), নাছমান মিয়া (৪০), জাহান আলী প্রকাশ ডালিমি (৪৫) ও একই ইউনিয়নের মালিকোনা গ্রামের আছকির মিয়া (৩৫)। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা করে।
এ বিষয়ে রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, রাজনগরে জুয়ারিদের কোন ছাড় নেই। যেখানেই জুয়া চলবে সেখানেই অভিযান হবে। এরই অংশ হিসেবে এদের আদালতে হাজির করলে, আদালতের নির্দেশে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।