রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে অনিয়মের অভিযোগে বন্ধ ঘোষিত জাতীয় সংসদের সংসদীয় আসন-৩৩, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র কমিটির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মাহমুদ হাসান রিপন বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ৭৮ হাজার ২শ’ ৮৫ ভোট। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাড. গোলাম শহীদ রঞ্জু (লাঙ্গল) মার্কায় পেয়েছেন ৪৪ হাজার ৭শ’ ৫২ ভোট।
বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৯টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলা প্রশাসকের হল রুম থেকে ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম বলেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে একটানা বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ১৪৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। দুই উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৩৯ হাজার ৪ জন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া নিউইয়র্কের মাউন্টসিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশনার আসনটি শূন্য ঘোষণা করেন। পরে ১২ অক্টোবর বুধবার শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটের অনিয়ম হওয়ায় নির্বাচন বন্ধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।