শুভ তংচংগ্যা, বান্দরবান জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা হরিখোলা গ্ৰামটি হচ্ছে একটি সৌন্দর্য প্রাকৃতিক লীলাভূমি চারদিকে রয়েছে সবুজ গাছগাছালি, পাহার, ঘর বাড়ি, আরোও রয়েছে এক সুনাম ধন্য গুহা ! যার টেকনাফে কুদুমগুহা নামে পরিচিত!
কুদুমগুহা টি হরিখোরা গ্ৰামে অবস্থিত।
এই গ্রামে বর্তমানে একটি সকলের পরিচিত সংগঠন হরি খোলা স্টুডেন্ট এসোসিয়েশন। সংগঠনটির স্থাপিত হয়, ২৪ এপ্রিল ২০১৫ সালে। সংগঠন যখন থেকে কার্যক্রম শুরু হয় তখন থেকে হরি খোলা গ্ৰামে অবহেলিত জনগোষ্ঠীরদের পাশে থাকার উদ্দেশ্য ছিল সংগঠনটির। বর্তমানে অবহেলিত জনগোষ্ঠীরদের শিক্ষা হার বাড়ানো সাথে সাথে হরিখোলা সমাজের গরিব দুঃখী পাশে দারানো চেষ্টা করছে। বর্তমানে উক্ত সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির কর্মীরা জানান হরি খোলা স্টুডেন্ট এসোসিয়েশন সংগঠন টি যখন থেকে প্রতিষ্ঠিত হয় তখন থেকে গ্ৰামে শিক্ষা মনোযোগী হয়ে উঠে । বর্তমানে এই সংগঠনের সকল কর্মীরা একমত সংঘবদ্ধভাবে আছেন। ধীরে ধীরে দেখা যাচ্ছে গ্রামে পিছিয়ে থাকার মানুষগুলোকে উক্ত সংগঠনের মাধ্যমে গ্ৰামে অনেক কিছু প্রতিষ্ঠিত হচ্ছে যেমন সাংস্কৃতিক নৃত্য দল, শিক্ষা হারসহ বিভিন্ন দিক দিয়ে।
সংগঠনের কমিটির বৃন্দরা জানান গ্ৰামে ভবিষ্যতে আরও উন্নতি হবে সাফল্য অর্জন করবে এই হরিখোলা স্টুডেন্ট এসোসিয়েশন মাধ্যমে ।