মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপ।
এসময় আরোও উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মাষ্টার, যুগ্নসাধারন সম্পাদক লোকমান হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক ইউনুস আলী হাওলাদার, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, উপজেলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান আব্দুল হাই, সাবেক উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি শাহাদাত সরদার, কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান, সাধারন সম্পাদক শাহীন ফকির, পৌর ছাত্রলীগের সভাপতি সাকিলুর রহমান খলিল, সাধারন সম্পাদক আবু সাইদ সরদার লিখন, কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা।