সোহাগ ইসলাম, নীলফামারী: নীলফামারী সদরের বাদিয়ার মোড় থেকে একশত বোতল ফেনসিডিল সহ মোছাঃ মমিনা খাতুন (২৭) এবং মোঃ আব্দুল খালেক ওরফে রনি (১৮) নামে দুইজন কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী।
তারা লালমনিরহাট জেলার হাতিবান্দা, দক্ষিন গুতামারি গ্রামের বাসিন্দা। আটককৃত মোছাঃ মমিনা খাতুনের কোলে ৬ মাসের মেয়ে শিশু রয়েছে বলে জানাযায়।
সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় স্টাফসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করার কার্যক্রম চলমান রয়েছে।