আমির আলী অভয়নগর (যশোর): যশোরের অভয়নগরে আবু কাজেম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। আবু কাজেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে ৮০০ কম্বল হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আবু কাজেম ফাউন্ডেশনের সদস্য সচিব আহমেদ মিনহাজুল আবেদিন সেলিম, পরিচালক নাঈমুল হাসান জনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, দেবাশীষ দাস নান্টু। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হতদরিদ্র এবং শীতার্তদের মাঝে কম্বলগুলো পৌঁছে দেওয়ার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আবু কাজেম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।