স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আজ মঙ্গলবার ( ০৩ জানুয়ারি) আজ সকাল দশটায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে পুলিশ সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন ঘোষণা ও রাষ্ট্রপতি( সাহসিকতা) পদক প্রদান করেন।
এবারের পুলিশ সপ্তাহে গত ২০২২ সালের পদক প্রদান করা হয়। যশোর জেলা হতে ২০২২ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য জনাব রুপন কুমার সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোর রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম- সাহসিকতা)পেয়েছেন।