আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশের সব ইতিহাস-অর্জনের সাক্ষী, আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়া গর্বের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় নলছিটি সরকারি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নলছিটি উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রিন্স।