দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

 

তানভীর আহমেদঃ  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছোট-বড় ২৩টি হাওরে এখন বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। হাওরগুলোতে পৌষ মাসের প্রথম দিন থেকেই বোরো ধানের চারা রোপন শুরু হয়েছে। চারা রোপণ কাজ চলবে মাঘ মাস পর্যন্ত।

সকালের তীব্র শীত উপেক্ষা করে কৃষকরা সকাল থেকে বিকাল অবধি চারা রোপণ, জমি প্রস্তুত, জৈব সার ছিটানো কিংবা জমিতে সেচ দেওয়া সহ ইত্যাদি কাজে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে তাহিরপুর উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৫শত ২৭ হেক্টর।

দিনমজুর আব্দুস শহীদ বলেন, জমি অনেক আগেই শুকিয়েছে কিন্তু পৌষ মাস না আসায় কৃষকরা মাঠে নামেননি। পৌষ মাস শুরু হতেই তারা জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন।

শনি হাওরের কৃষক আব্দুল মান্নান মিয়া বলেন, এবছর হাওর থেকে পানি দ্রুত চলে যাচ্ছে। হাওরে এখন বোরো আবাদের ধুম পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান-উদ-দৌলা বলেন, হাওরে বোরো ফসলের রোপণ চলমান আছে। আমরা আশাবাদী যে, তাহিরপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জিত হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version