শেখ জহিরুল ইসলামঃ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা ভঙ্গ করে জোরপূর্বক মোঃ নজরুল ইসলামগংদের জমি দখল করে ধান চাষ করার জন্য প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আবুল ইসলামের বিরুদ্ধে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা ৩নং নান্দাইল ইউনিয়নের দাতারিটিয়া গ্ৰামের মৃত আঃ জব্বার পুত্র মোঃ নজরুল ইসলাম (৪০) দাতারিয়া মৌজার বি আর এস খতিয়ান নং ১৮৪-দাগ নং-২৭০৭- শ্রেণী কান্দা ৭৯ শতাংশ ও বি আর এস খতিয়ান নং ১০২ দাগ নং ৯৫৬ শ্রেণী বাড়ি ১০ শতাংশ এর ৮৯ শতাংশ জমির উপর বিজ্ঞ নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতে রেকর্ড পরচা সংশোধনের মামলা করেন মামলা নং – ২৫১/২০২২ উক্ত মামলা নিষ্পত্তিত না হওয়ার আগেই জোর পূর্বক ভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরমধ্যে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও ময়মনসিংহের স্মারক নং ১৯৯২/২২ মোতাবেক ১৪৪ ধারা একটি নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় প্রভাবশালী হওয়ায় সন্ত্রাসী কায়দায় আবুল ইসলাম পিতা মৃত আঃ হামিদ,উবাইদুল্লাহ , মোস্তফা মিয়া, বকুল মিয়া,সর্বপিতা আবুল ইসলাম, আঃ কাইউম, পিতা মৃত আঃ হাকিফ, কাউসার মিয়া, পিতা আঃ কাইউমগংরা জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন নজরুল ইসলাম।
এ ব্যাপারে অভিযুক্ত আবুল ইসলামের সাথে সাক্ষাত করলে তিনি বলেন আমার বাবা সম্প্রতি আমি জোর করে হলেও আমি নিয়ে আসবো। আদালতের মাধ্যমে তারা পেলে আমি দিয়ে দিবো বলে জানিয়েছেন। নজরুল ইসলামগংদের জমি দখলের বিষয়টি নিয়ে নান্দাইল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফ ফারুক বলেন, ওই জমি নিয়ে আদালত ১৪৪ ধারা জারি করেছেন। তা ভঙ্গ করলে আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন।