আল নোমান শান্ত, দুর্গাপুর(নেত্রকোণা) প্রতিনিধিঃ দুর্গাপুরের সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকার আয়োজনে এম.কে.সি.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছয়’জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। (০৩ জানুয়ারি) মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে সুসঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদারের পরিচালনায় ও প্রধান শিক্ষক কে.এম মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান,বিশেষ অতিথি অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার,ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু সহ স্কুলের শিক্ষকবৃন্দ। পরে প্রধান অতিথিবৃন্দ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা সূচক ক্রেস্ট তুলে দেন।
সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন,খন্দকার সাদমান,শিহাব হোসেন, পিয়াল হাসান দুর্জয়,মোঃ আলিফ, তূর্য বিশ্বাস, মহশীন ইসলাম তন্ময়।