ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে রাস্তার ভিত্তি প্রস্তুর ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
প্রায় ৩০ হাজার মানুষের স্বপ্ন পূর্ণ হলো। দীর্ঘ দিন ওই রাস্তা টি না থাকায় ১০টি গ্রামের মানুষ ২ কিঃমিঃ পা হাটে নাগরপুর উপজেলা ও সদর বাজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করত। রাস্তাটির কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন হাওয়ায় মহা খুশি গ্রামবাসী ।
সোমবার সকালে নাগরপুর কৃষি ব্যাংক-পানান বাজার ভায়া মাদ্রাসা সড়ক, বেকড়া সাতগাছা সড়ক ও বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেংরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদে বেহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বাগকাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, এমপির সহধর্মিনী আরিয়া ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো, হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. মাহবুব রহমান, সহকারি শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেন।