এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ পহেলা জানুয়ারি ২০২৩ নতুন বছরের প্রথম দিনে সারা দেশের মত সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়।
রবিবার (পহেলা জানুয়ারী) দুপুর ১২ ঘটিকার সময় উপজেলার সদরে অবস্থিত মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজে বই বিতরণ করা হয়।
এসময় বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য মোস্তাক আহমেদ সহ, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয় ও মাদ্রাসায় এক যুগে বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের তথ্য মতে মধ্যনগর উপজেলার ৪ টি ইউনিয়নের সর্বমোট ৮৩ টি প্রাথমিক ৩ টি নিম্ন মাধ্যমিক ৯ টি মাধ্যমিক ও ৩ টি দাখিল মাদ্রাসায় এই বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।