নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর শাহী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন পেয়ে আনন্দিত।
আজ রবিবার ১ জানুয়ারি ২০২৩ নীলফামারী সদর উপজেলার শাহী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়।
বই বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছকিদুল ইসলাম এসএমসি শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খতিব উদ্দিন সরকার আমেরিকান প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক, উপস্থিত ছিলেন নীলফামারী বার্তার সম্পাদক শীর্ষ রহমান,দৈনিক খোলা কাগজের নীলফামারী প্রতিনিধি মোশাররফ হোসেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা আখতার, সহকারী শিক্ষিকা খায়রুন্নেছা, রাফিয়া আক্তার, মনোয়ার হোসেন, মুক্তি আক্তার,রিমি আক্তার প্রমুখ।