সোহাগ ইসলাম, নীলফামারী: নিখোঁজের চারদিন পর আব্দুল গফুর (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর চরকপাড়ার জাহিদুল ইসলামের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আব্দুল গফুর রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের মধুরামপুর পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে। গফুরকে হত্যা করে তাঁর মরদেহ পুকুরে ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
পুলিশ জানায়, আব্দুল গফুর পেশায় একজন ইজিবাইক চালক। স্ত্রীকে নিয়ে সৈয়দপুর কামারপুকুর ইউনিয়নের সিংপাড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি। কিছুদিন থেকে স্ত্রী ও শ্বশুড়ের সাথে বিবাদের কারণে স্ত্রী রাগ করে বাবার বাড়িতে অবস্থান করছিল। এজন্য অটো চালানোও বন্ধ রেখেছিল গফুর।
গত বুধবার শহরের আদানী মোড় এলাকায় বড় বোনের সাথে দেখা করে বের হওয়ার পর থেকে তার আর কোন হদিস পাওয়া যাচ্ছিলো না। আত্মীয় স্বজনের বাড়িসহ অনেক স্থানে খোঁজ খবর করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে রবিবার দুপুরে তাঁর মরদেহ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার পরিদর্শক(তদন্ত) মফিজুল ইসলাম জানান, মৃতদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত কেউ মামলা করেন নি।